লিবিয়া উপকূলে নৌকা ডুবে ‘নিখোঁজ ৮৪’

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৮৪ অভিবাসপ্রত্যাশী নিখোঁজ হয়েছে। উদ্ধার করা সম্ভব হয়েছে ২৬ জনকে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলে নৌকা ডুবে নিখোঁজ হওয়া অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ৮৪ জন বলে জানালেও ইতালির গণমাধ্যম দাবি করেছে, এ সংখ্যা ৭০।

বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

লিবিয়া উপকূলের কাছে উত্তাল সাগরে নৌকাডুবির পর একটি স্যাটেলাইট কল পায় ইতালির কোস্টগার্ড। পরে একটি বাণিজ্যিক জাহাজের গন্তব্য পরিবর্তন করে নৌকাডুবির স্থানে নেওয়া হয়। বাণিজ্যিক জাহাজের মাধ্যমে ওই ২৬ জনকে উদ্ধার করে গোস্টগার্ড।

গোস্টগার্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, মানব পাচারকারীরা এ ধরনের নৌকায় ১০০ থেকে ১২০ জন মানুষ বোঝাই করে সাগর পাড়ি দেয়। সাধারণত সম্পূর্ণ ভরেই তারা সাগরে নৌকা ভেড়ায়।

উদ্ধারকৃত অভিবাসনপ্রত্যাশীদের ইতালির লাম্পেদুসা দ্বীপে নেওয়া হয়। প্রাথমিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

চলতি বছরে ২৭ হাজার অভিবাসনপ্রত্যাশী লিবিয়া হয়ে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছেছে। একই সময়ে সাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে নিহত হয়েছে আট শতাধিক মানুষ।



মন্তব্য চালু নেই