লিবিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ১৩

লিবিয়ার রাজধানী ত্রিপোলির থেকে কিছু দূরে একটি হেলিকপ্টার বিধস্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। হেলিকপ্টারের ধ্বংসাবশেষের কাছ থেকে তাদের মৃতদেহ পাওয়া গেছে। ওই হেলিকপ্টারটিতে ২৩ জন আরোহী ছিলেন। নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, হেলিকপ্টারটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি।

একটি মিলিশিয়া বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, আল-মায়া উপকূলীয় অঞ্চলে হেলিকপ্টারটিকে গুলি করে বিধ্বস্ত করা হয়েছে। ঘটনাটিকে প্রতিদ্বন্দ্বী মিলিশিয়া বাহিনীগুলোর বিরোধের ফলাফল হিসেবেই দেখা হচ্ছে।

মিলিশিয়া জোটের বেশ কয়েকজন উর্ধ্বতন সদস্য ওই হেলিকপ্টারে ছিলেন। ত্রিপোলির কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, তারা এখনও জানেন না হেলিকপ্টারে থাকা আরোহীরা সবাই বেঁচে আছেন কীনা।

২০১১ সালে দেশটির স্বৈরাচারী শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে চার বছর ধরে বিভিন্ন দলের মধ্যে বিরোধ শুরু হয়েছে। সশস্ত্র ওই গোত্রগুলোর মিলিশিয়া বাহিনীই তাদের নিজস্ব অঞ্চলগুলোকে পৃথকভাবে শাসন করে আসছে।

হেলিকপ্টারটি রাজধানী থেকে ৪৫ কিলোমিটার পশ্চিমের জায়িয়া শহরের কাছে বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই