লিবিয়ার পশ্চিমে চলছে আইএস-যৌথবাহিনী লড়াই

লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় সিরতে শহরে ইসলামিক স্টেট (আইএস) এবং যৌথ বাহিনীর মধ্যকার লড়াই তুমুল হয়ে উঠেছে।
যৌথ বাহিনীর মুখপাত্র ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে জানিয়েছেন ইতোমধ্যে তাদের বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।
গত মাসে ইসলামিক স্টেট সিরতে শহরের প্রশাসনিক ভবন এবং একটি বেতার কেন্দ্র দখল করে নেয়।
লিবিয়ার আইএস মূল ঘাঁটি দেশটির পূর্বাঞ্চলে। উল্লেখ্য, ঐ পূর্বাঞ্চলের তব্রুক শহরে বসে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আল তানি সরকার রাষ্ট্রপরিচালা করছে। ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধও’ অব্যাহত রেখেছে।
লিবিয়ার উপকূলবর্তী ঐ সিরতে শহরটি চলতি বছরের ফেব্রুয়ারিতে ২১ কপটিক খ্রিস্টানকে নৃশংসভাবে হত্যার মাধ্যমে গণমাধ্যমে এসেছিল। নিহত খ্রিস্ট ধর্মাবলম্বীরা মিশরীয় ছিলেন।
সিরতে অঞ্চলে আইএস-এর সঙ্গে লড়াইয়ে যৌথবাহিনী অবতীর্ণ হলেও লিবিয়ার ত্রিপোলীকেন্দ্রিক স্বঘোষিত সরকার ফজরে লিবিয়া প্রশাসন দেশটিতে আইএস-এর উপস্থিতি অস্বীকার করেছে।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে অস্থিতিশীলতা বিরাজ করছিল, বর্তমানে যা তীব্র গৃহযুদ্ধে রূপ নিয়েছে।



মন্তব্য চালু নেই