লাদেনের সাবেক সহযোগীর যাবজ্জীবন

আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের সাবেক এক সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। ১৯৯৮ সালে আফ্রিকার দুটি দেশে মার্কিন দূতাবাসে হামলার চক্রান্তের অভিযোগে তাকে এ শাস্তি দেওয়া হয়েছে।

বিচারপতি লুইস কাপলান শুক্রবার রায় ঘোষণার সময় বলেন, খালেদ আল ফাওয়াজ নামের ওই সহযোগী কেনিয়া ও তাঞ্জানিয়ায় বোমা হামলার ব্যাপারে অন্যতম সমর্থক ছিলেন। ওই হামলায় ১২ মার্কিন নাগরিকসহ ২২৪ জন লোক মারা যায়।

আদালতে আইনজীবীরা বলেছেন, তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে, ফাওয়াজ একজন আলকায়েদা নেতা। যিনি ১৯৯১ সালে আফগানিস্তানে সামরিক ক্যাম্পে দিক-নির্দেশনা দেন। এছাড়া ১৯৯৩ সালে কেনিয়া হামলায় নেতৃত্ব দেন। সেইসঙ্গে ১৯৯৬ সালে আল কায়েদা বিশ্বব্যাপী আমেরিকার বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করে তা নিশ্চিত করেন এই ফাওয়াজ।

যুক্তরাষ্ট্রের অনুরোধে সৌদি বংশোদ্ভূত ফাওয়াজ ১৯৯৮ সালে হামলার কয়েক সপ্তাহ পর লন্ডনে আটক হন। কিন্তু ব্রিটেন সরকার ২০১২ সালের আগে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেনি।

সূত্র : আলজাজিরা।



মন্তব্য চালু নেই