রিশার সহপাঠীদের বিক্ষোভ
সহপাঠী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছে।
সোমবার দুপুরে তারা রাজধানীর কাকরাইলে স্কুলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং খুনি ওবায়দুলকে গ্রেপ্তারে নানা স্লোগান দিতে থাকে।
দুপুর ১২টার পর স্কুলের শিক্ষার্থীরা সড়কে এসে অবস্থান নেয়। এ সময় তাদের হাতে প্ল্যাকার্ডে হত্যাকারীকে গ্রেপ্তারসহ নানা স্লোগান লেখা ছিল। একসময় তারা রাস্তা অবরোধ করে। এতে ওই রাস্তা দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়।
রিশার সহপাঠী মালিয়া বলে, ‘আজ পাঁচ-ছয় দিন হলো খুনি ওবায়দুলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অথচ তার জন্য সুরাইয়াকে জীবন দিতে হলো। ওবায়দুল গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ, র্যাব শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
উল্লেখ্য, গত বুধবার রিশাকে ছুরিকাঘাত করে ওবায়দুল। আহত অবস্থায় রিশাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। রোববার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মন্তব্য চালু নেই