সিটিসেলকে ৪৭৭ কোটি টাকা পরিশোধের নির্দেশ

মোবাইল কোম্পানি সিটিসেলের কাছে পাওনা ৪৭৭ কোটি টাকা বিটিআরসিকে পরিশোধ করতে কোম্পানিটিকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে সিটিসেলের আগামী এক মাসের কার্যক্রমে কোনো হস্তক্ষেপ করা যাবে না মর্মে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখা হয়েছে।

সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।



মন্তব্য চালু নেই