রাশিয়া আনল সবচেয়ে শক্তিশালী ডুবোজাহাজ
সম্প্রতি রাশিয়া কাজান নামে ইয়াসিন ক্লাস পরমাণু হামলার ক্ষমতা সম্পন্ন ডুবোজাহাজ তাদের অস্ত্রাগারে যোগ করেছে। এই ডুবোজাহাজ দিয়ে অন্য ডুবোজাহাজ, যুদ্ধজাহাজ এমনকি সম্পূর্ণ নৌঘাঁটি ধ্বংস করা যাবে। রাশিয়া দাবি করছে কাজান এ যাবতকালের সবচেয়ে শক্তিশালী ডুবোজাহাজ।
রাশিয়ার সেভেরডভিনস্কের সেভমেশ জাহাজ নির্মাণ কারখানায় এটা উদ্বোধন করা হয়। রাশিয়া তাদের সরকারী সংবাদ সংস্থা তাস এ তথ্য জানায়।
এ ধরণের আরো ৭ ডুবোজাহাজ আগামী ৬ বছরের মধ্যে রাশিয়া তার বহরে যোগ করবে। এই ডুবোজাহাজকে কৃষ্ণগহ্বর বলা হচ্ছে। কারণ এদেরকে চিহ্নিত করা খু্বই কঠিন। ১৫০০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এই ডুবোজাহাজ। ৬০ জন নৌ সদস্য নিয়ে টানা ১০০ দিন সমুদ্রে ভাসার ক্ষমতা আছে এর। ৩০০ টর্পেডো বহন করতে পারবে এটি।
৪৫৬ ফুট লম্বা ও ৪৩ ফুট চওড়া এই ডুবোজাহাজ সমুদ্রের ২০,০০০ ফুট গভীর পর্যন্ত যেতে পারে।
সূত্র-ফক্স নিউজ
মন্তব্য চালু নেই