রাজধানীর মতিঝিলে গৃহকর্মীর লাশ উদ্ধার
রাজধানীর মতিঝিলের জসীম উদ্দীন রোডের ৯ নম্বর বাসা থেকে আকলিমা আক্তার (১৫) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে মতিঝিল থানা পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের বাড়ি ময়মনসিংহের ধোবাউরা। সে ৭-৮ মাস যাবত ওই বাসার তৃতীয়তলায় ২০৩ নম্বর ফ্ল্যাটে জনতা ব্যাংক কর্মকর্তা গুলশান আরা বেগমের বাসায় কাজ করত।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন আহমেদ জানান, দুপুরে সে বাসায় ফ্যানের সঙ্গে শাড়ি দিয়ে আত্মহত্যা করে। পরে বাড়িওয়ালা খবর দিলে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
মন্তব্য চালু নেই