রাজধানীতে বস্তাভর্তি বিপুল স্বর্ণ-মুদ্রা উদ্ধার

রাজধানীর ২৯/১ পল্টনের একটি ভবনে অভিযান চালিয়ে ছয়তলার একটি কক্ষ থেকে কয়েক বস্তা দেশি-বিদেশি মুদ্রা ও ২৫৫টি স্বর্ণের বারসহ বাসার মালিককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মুদ্রা ও বারসহ মালিককে আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এডিসি (মিডিয়া) সাইদুর রহামান। তবে মুদ্রার পরিমাণ এখনো জানা যায়নি।

এ ব্যাপারে বিস্তারিত জানান জন্য আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী।



মন্তব্য চালু নেই