রমজানে ওবামার শুভেচ্ছা

পবিত্র রমজান উপলক্ষে বিশ্বের সব মুসলিমকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউজ থেকে পাঠানো এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়।

বিবৃতিতে ওবামা বলেন, ‘চরম ধৈর্য ও রাতব্যাপি ইবাদাত বন্দেগির মাধ্যমে মুসলিমরা রমজানের প্রতিটি দিন মহিমান্বিত করে তোলেন। চরম ধৈর্যের মাধ্যমে বিশ্বাস, সহানুভূতি, ক্ষমা ও নিয়ন্ত্রণে রাখার সেরা সময় রমজান। রমজানে পরিবারসহ সম্প্রদায়ের সবাই একসঙ্গে ইফতার এবং নামাজে অংশ নেওয়ার মাধ্যমে মুসলমানদের সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যের বহিঃপ্রকাশ ঘটে।’

রজমানে মধ্যপ্রাচ্যে সহিংস সংঘাত কমবে- এমন আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, ‘বিশ্বের সব মুসলিম রমজানে সংঘাত, দারিদ্র্য, ক্ষুধা ও রোগপীড়িত লোকদের সাহায্য করতে হাত বাড়িয়ে দেবেন।’

রোজাদারদের জন্য হোয়াইট হাউজে দ্রুত একটি ইফতার পার্টির আয়োজন করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রে ১৮ জুন বৃহস্পতিবার থেকে রোজা শুরু হচ্ছে। বাংলাদেশে শুক্রবার থেকে রোজা শুরু হবে।

তথ্যসূত্র : নিউ ইয়র্ক টাইমস, দ্যা হিল।



মন্তব্য চালু নেই