রমজানে ইউরোপ-আমেরিকায় হামলার হুমকি আইএসের
মুসলমানদের পবিত্র রমজান মাসে যুক্তরাষ্ট্র ও তার বন্ধু পশ্চিমা রাষ্ট্রে হামলার হুমকি দিয়েছে আইএস। এক অডিও টেপে এ তথ্য জানানো হয়।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ওই অডিও টেপে আইএসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘রমজান হচ্ছে জিহাদ ও বিজয়ের মাস। তাই এই মাসকে অবিশ্বাসীদের জন্য ভয়ংকর মাস বানানো প্রস্তুতি গ্রহণ করুন। বিশেষ করে ইউরোপ ও আমেরিকার যোদ্ধা ও পক্ষের মানুষদের জন্য।’
সেখানে আমেরিকার ও ইউরোপের বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলার আহ্বান জানানো হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়, অডিও টেপটি শনিবার টুইটারে প্রকাশ করা হলেও এর সত্যতা নিশ্চিত করা যায়নি।
টুইটারে জানানো হয়, যদি আপনারা ইচ্ছুক থাকেন ইসলামি স্টেটে পৌঁছাতে, তবে আমরা আশা করব আপনি যেখানেই থাকেন, সেখান থেকেই ক্রুসেডারদের শাস্তি দিতে থাকেন দিন-রাত।
মধ্যপ্রাচ্যে ইসলামি স্টেট তৈরির চেষ্টায় থাকা এই দলটি আর আগেও ইউরোপ, আমেরিকার বহু হামলার দায় স্বীকার করেছিল।
তবে অডিও টেপে মিশরীয় বিমান দু্র্ঘটনার বিষয়ে কোনো কিছু বলা হয়নি। যদিও আমেরিকান, ফ্রান্স ও মিশরীয় কর্তৃপক্ষের ধারণা সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে থাকতে পারে ওই বিমানে।
মন্তব্য চালু নেই