যৌন নির্যাতনকারী শান্তিরক্ষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জাতিসংঘ

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ বিষয়ে সুপারিশ করেছেন। খবর বিবিসির।

গুতেরেস বলেছেন, যেসব দেশের শান্তিরক্ষীদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে সেসব দেশ যদি এই অভিযোগ তদন্তে পর্যাপ্ত ব্যবস্থা না নেয় তাহলে তাদের বেতনাদি বন্ধ করে দেয়া হবে। তার বদলে ঐ অর্থ যৌন হয়রানির শিকার ব্যক্তিদের জন্য গঠিত একটি তহবিলে দিয়ে দেয়া যেতে পারে।

এছাড়া যৌন হয়রানির শিকার মানুষদের সহায়তার জন্য বিশেষ কৌসুলি নিয়োগেরও প্রস্তাব করেছেন গুতেরেস।

এর আগে গত বছর জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের হাতে শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।

এর মধ্যে বাংলাদেশ, কঙ্গো, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং সেনেগাল এই চারটি দেশের সেনারা রয়েছেন বলে জানানো হয়।



মন্তব্য চালু নেই