যৌন কর্মীদের সঙ্গে ভিডিও ফাঁসের পর ব্রিটিশ ডেপুটি স্পিকারের পদত্যাগ
সংবাদমাধ্যমে নিজের নগ্ন একটি ভিডিও ফাঁস হয়ে যাওয়ার পর পদত্যাগ করলেন ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষের ডেপুটি স্পিকার লর্ড সেভেল।
ভিডিওটি ফাঁস করেছে লন্ডন থেকে প্রকাশিত ব্রিটিশ সংবাদপত্র ‘দ্যা সান’। ভিডিওতে হাউজ অব লর্ডসের ডেপুটি স্পিকার লর্ড সেভেলকে যৌনকর্মীদের সাথে দেখা গেছে। সেসময় তিনি নগ্ন যৌন কর্মীদের শরীরের ওপর কোকেন রেখে বিতর্কিত ভঙ্গিমায় তা টানছিলেন।
এদিকে এই ঘটনায় স্তম্ভিত হয়েছেন হাউজ অব লর্ডসের স্পিকার ব্যারনেস ডি’সুজা। এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন তিনি। ডি সুজা জানান, ডেপুটি স্পিকারের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর ঘটনাটি তদন্ত করে দেখার জন্যে তিনি পুলিশকেও নির্দেশ দিয়েছেন।
ভিডিওটি প্রকাশের পর পরই সেভেলকে পার্লামেন্ট থেকে বহিষ্কারের দাবি ওঠে। আর সে দাবির মুখে নিজে থেকেই পদত্যাগ করেন সেভেল।
পদত্যাগকৃত সেভেল সংসদীয় আচরণ কমিটিরও সভাপতি ছিলেন। সেখান থেকে পদত্যাগ করেন তিনি।
মন্তব্য চালু নেই