মায়ানমারে বন্যায় ১০ জনের মৃত্যু

মায়ানমারে ৪৮ ঘণ্টা ধরে চলা অতিবৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় ১০ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এবং সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

শুক্রবার তথ্য মন্ত্রণালয়ের এক রিপোর্টে জানানো হয়েছে, মধ্য মান্দালাই এলাকার থাবেইক্কিন শহরে আকস্মিক বন্যায় ৬ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে ওই একই দিনে শান রাজ্যের উত্তরাঞ্চলীয় থাইবাউতে তিন জনের মৃত্যু হয়েছে। গণমাধ্যম জানিয়েছে, থাইবাতে ১শ বছরের পুরোনো একটি ব্রীজে দাঁড়িয়ে বন্যার পানি দেখার সময় ব্রীজ ধসে ওই তিন জনের মৃত্যু হয়েছে।
এছাড়া বন্যার কারনে ওই একই রাজ্যের মুসে শহরে ১৯ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে বলেও তথ্য মন্ত্রণালয়ের ওই রিপোর্টে বলা হয়েছে।

কিছুদিন ধরে ভারী বর্ষণের কারনে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পশ্চিম এবং উত্তরাঞ্চল । শান রাজ্যের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমান ছিল ১৭০ মি.মি.। জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানিয়েছে, কাচিন রাজ্য এবং সাগেইন এলাকায় সাম্প্রতিক অতিবৃষ্টির কারনে প্রায় ১২ হাজার ঘর বাড়ি ভেসে গেছে।



মন্তব্য চালু নেই