যুক্তরাষ্ট্রে ৯/১১ স্টাইলে হামলা চালাবে আইএস

যুক্তরাষ্ট্রে ৯/১১ স্টাইলে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরাক ও সিরিয়পায় প্রভাব বিস্তারকারী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট সঙক্ষেপে আইএস। তারা এমন এক সময়ে এ হুমকি দিল যখন নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আত্মঘাতী হামলার ১১তম বার্ষিকী উদযাপন করছে দেশটি।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দা জঙ্গিরা জ্বালানি বোঝাই বিমান নিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আছড়ে পড়ে। এতে প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছিল। ভয়াবহ ওই হামলায় গুড়িয়ে গিয়েছিল টুইন টাওয়ার ভবন দুটি।

সম্প্রতি এক ভিডিও বার্তায় ওই একই স্টাইলে যুক্তরাষ্ট্রে ফের হামলা চালানোর হুমকি দিয়েছে আইএস। এতে বলা হয়েছে,‘আমরা ১১ সেপ্টেম্বরের পুনরাবৃত্তি করতে যাচ্ছি। এজন্য আমরা বিস্ফোরক বোঝাই গাড়ি আর আত্মঘাতী হামলাকারীদের সেখানে পাঠাবো।’ তবে তারা দেশটিতে কোথায় হামরঅ চালাবে ভিডিওতে তা উল্লেখ করা হয়নি।

দশ মিনিটের ওই ভিডিওতে আলকায়দা নেতা ওসামা বিন লাদেনের ছবি সংযুক্ত করা হয়েছে। এতে দেখা যায়, জলন্ত টুইন টাওয়ারের সামনে বসে আছেন ওসামা। ভিডিওটিতে ইসলামিক সাইবার আর্মির ছিবিও সংযুক্ত করা হয়েছে। এই আর্মি ‘সিরিয়া ভাইরাস’, ড. আইসিস, হ্যাকার আল্ডমার ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত।



মন্তব্য চালু নেই