আবারো গোলাগুলি যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে ২০০ বছরের ঐতিহ্যবাহী এক চার্চে বন্দুকধারী এক ব্যক্তি গুলি-হামলা চালিয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি।

রাজ্যের চার্লেস্টন শহরে স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টা) এই ঘটনা ঘটেছে।

মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, ইমানুয়েল আফ্রিকান মেথডিস্ট এপিস্কোপাল চার্চ যা ‘মাদার ইমানুয়েল’ নামেই অধিক পরিচিত, সেই চার্চে হামলার ঘটনা ঘটেছে।

১১০ ক্যালহুন স্ট্রিটের ওই চার্চে হামলাকারী ব্যক্তিটি শ্বেতাঙ্গ যুবক বলে টুইটারে জানিয়েছে চার্লেস্টন পুলিশ। আনুমানিক ২১ বছর বয়সী ওই হামলাকারীকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

হামলায় হতাহতের সংখ্যা জানা যায়নি। মার্কিন গণমাধ্যমগুলো বলেছে, হামলার সময় চার্চের ভেতর সভা চলছিল।

ঘটনার কিছুক্ষণ পর দেখা গেছে, একজনকে বের করে নিয়ে যাচ্ছে পুলিশ। কিন্তু তাৎক্ষণিকভাবে এটা নিশ্চিত হওয়া যায়নি, ওই ব্যক্তি বন্দুকধারী হামলাকারী কি না।

এনবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মাদার ইমানুয়েল যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন চার্চ। এটি প্রতিষ্ঠা করা হয়েছিল ১৮১৬ সালে।

 



মন্তব্য চালু নেই