যুক্তরাষ্ট্রে প্রতিবছর হারিয়ে যায় ৩০ কোটি গলফ বল

বেশিরভাগ সময় সংখ্যা মানেই খটমট৷ তবে এমন কিছু সংখ্যা আছে যা জেনে হয়ত আমরা ক্ষণিকের জন্য মজা পাই৷ এমনই কিছু তথ্য।

হারিয়ে যাওয়া গলফ বল
শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই প্রতিবছর গড়ে ৩০০ মিলিয়ন বল হারিয়ে যায়, মানে বলগুলোতে আঘাত করার পর সেগুলো আশেপাশের লেকে কিংবা বনজঙ্গলে অথবা গাড়ি পার্কিং এলাকায় গিয়ে পড়ে৷ পরে সেগুলো আর খুঁজে পাওয়া যায় না৷ এভাবে সারা বিশ্বে প্রতিবছর যে কত বল হারিয়ে যায় তার কোনো সঠিক পরিসংখ্যান কেউ বলতে পারেন না৷

এক সেকেন্ডে চার সাইকেল
প্রতিবছর বিশ্বে গড়ে এক সেকেন্ডে চারটি সাইকেল বিক্রি হয়৷ অর্থাৎ বছরে বিক্রি হয় প্রায় ১৩০ মিলিয়ন সাইকেল৷ গত শতাব্দীর সত্তরের দশকে যে পরিমাণ সাইকেল বিক্রি হতো এখনকার পরিমাণ তার চেয়ে প্রায় চারগুণ বেশি৷ বিশ্বে মোট উৎপাদিত সাইকেলের ৫৮ শতাংশই হয় চীনে৷

সাইকেলের শহর আমস্টারডাম
নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে মানুষের চেয়ে সাইকেলের সংখ্যা বেশি৷ ওই শহরের জনসংখ্যা প্রায় সাত লাখ৷ তবে সাইকেলের সংখ্যা আনুমানিক দশ লাখ!

টেনিস বলের অপচয়
প্রতিবছর ফেলে দেয়া টেনিস বলের কারণে উৎপন্ন হওয়া বর্জ্যের পরিমাণ প্রায় ১৫ হাজার টন৷ ফ্রান্সের টেনিস ফেডারেশন এ সব অব্যবহৃত বল দিয়ে কার্পেট তৈরির একটি পদ্ধতি বের করেছে৷ এভাবে একশ’ বর্গমিটারের একটি কার্পেট তৈরিতে প্রায় ৪০ হাজার টেনিস বলের প্রয়োজন হয়৷- ডিডব্লিউ

জিন্স
সারা বিশ্বে প্রতি সেকেন্ডে জিন্স বিক্রির সংখ্যা প্রায় ৬০টি৷ মোট বিক্রিত জিন্সের ৮১ ভাগই হয় শিল্পোন্নত দেশগুলোতে৷ অথচ সংখ্যার হিসেবে ঐ দেশগুলোতে পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র ১৩ ভাগ মানুষ বাস করেন৷
চামড়ার জন্য হত্যা
এ জন্য প্রতি বছর প্রায় ২০ লক্ষ কুকুর ও বিড়াল হত্যা করা হয়৷ চীন সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাধারণত এই ঘটনা ঘটে৷ পোশাক খাত ছাড়াও খেলনা সামগ্রী তৈরিতে এদের চামড়া ব্যবহার করা হয়৷



মন্তব্য চালু নেই