যুক্তরাষ্ট্রে ডালাস পুলিশ সদর দফতরের বাইরে গোলাগুলি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে পুলিশ সদর দফতরের বাইরে শনিবার গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় সন্দেহভাজন একটি সাঁজোয়া গাড়ি সেখান থেকে পালাতে গেলে কয়েক ডজন পুলিশের গাড়ি সেটিকে ধাওয়া করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই গাড়িটি একটি পার্কে আটকা পড়ে। সেখানে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ কর্তৃপক্ষ জানাচ্ছে, কমপক্ষে ৪ জন সন্দেহভাজন হামলাকারী এ হামলায় জড়িত ছিল।

এদিকে, ডালাস পুলিশ সদর দফতরের বাইরে থেকে চারটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। এর একটির মধ্যে পাইপ বোমাসহ বিস্ফোরক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বিশেষজ্ঞরা ব্যাগ সরাতে গেলে এর একটি বিস্ফোরণ ঘটে।

এ গোলাগুলি সম্পর্কে পরিষ্কার কিছু জানাতে পারেনি পুলিশ। এতে পুলিশের কোনো সদস্য আহত হননি।

ডালাস পুলিশের প্রধান ডেভিড ব্রাউন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেছেন, চার সন্দেহভাজন ওই গোলাগুলির ঘটনায় অংশ নিয়েছে।



মন্তব্য চালু নেই