মোহাম্মদ মুরসীর যাবজ্জীবন কারাদণ্ড

মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি স্থানীয় আদালত। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার আদালত থেকে মুরসীর বিরুদ্ধে ওই রায় দেয়া হয়। এছাড়া তার আরো ছয় সঙ্গীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এদের মধ্যে তিনজন সাংবাদিক। এরা কাতারের কাছে গুরুত্বপূর্ণ নথি হস্তান্তরে সাহায্য করেছিল।

মুরসীর ব্যক্তিগত আইনজীবী আবদেল মোনেইম আবদেল মাকসুদ জানিয়েছেন, কাতারের কাছে দেশের গুরুত্বপূর্ণ নথি সরবরাহ করার অভিযোগ থেকে অব্যাহতি দিলেও একটি বেআইনি প্রতিষ্ঠান চালানোর অভিযোগে মুরসীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

২০১২ এবং ২০১৩ সালে যখন মুরসী ক্ষমতায় ছিলেন, তখন তার মুসলিম ভ্রাতা হিসেবে তাকে সব সময় সমর্থন করেছে কাতার। যখন মুরসীকে আবদেল ফাত্তা আল সিসি উৎখাত করে ক্ষমতায় বসে, সে সময়ও তাকে সমর্থন করে গেছে কাতার।

মুরসীকে আরো দু’টি মামলার একটিতে যাবজ্জীবন এবং একটিতে ২০ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই