মোহাম্মদপুরে তাবিথের নির্বাচনী প্রচারণা
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার সকালে মোহাম্মদপুরের পুলপাড় জামে মসজিদ থেকে প্রচারণা শুরু করেছেন।
প্রচারণার ১৩তম দিনে বুধবার সকাল ১০টায় তিনি প্রচারণা শুরু করেন। এ সময় তিনি ওই এলাকার বাসিন্দাদের প্রতি তার নির্বাচনী প্রতীক ‘বাস’ মার্কায় ভোট ও দোয়া প্রত্যাশা করেন।
মোহাম্মদপুরের পুলপাড় জামে মসজিদ এলাকার প্রচারণা শেষে মোহাম্মদপুর হাউজিং এলাকায় তাবিথ আউয়ালের প্রচারণা চালানোর কথা রয়েছে।
মন্তব্য চালু নেই