‘মোদি’ ট্রাম্পের জমজ ভাই : লালু

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জমজ ভাই বলে কটাক্ষ করেছেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও আরজেডি দলের প্রধান লালু প্রসাদ যাদব। রোববার উত্তর প্রদেশের দেওরিয়া জেলায় সপা-কংগ্রেস জোটের সমর্থনে এক নির্বাচনি সভায় ওই মন্তব্য করেন। খবর উম্মত নিউজ উর্দুর।

লালু যাদব বলেন, ‘বিহার বিধানসভা নির্বাচন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাউন্টডাউন শুরু হয়ে গেছে। উনি মিথ্যা বলছেন যে উত্তর প্রদেশে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। উত্তর প্রদেশের জনতা তাকে এমন ধাক্কা দেবে যে উনি গুজরাটে চলে যাবেন।’

লালু প্রসাদ যাদব বিজেপিকে ‘ভারত জ্বালাও পার্টি’ বলে অভিহিত করেন। তিনি প্রধানমন্ত্রী মোদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জমজ ভাই বলেও কটাক্ষ করেন।

লালু প্রসাদ বলেন, ‘লোকসভা নির্বাচনের মতো উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপি মিথ্যা কথা বলে ক্ষমতায় আসতে চাচ্ছে। নরেন্দ্র মোদি বলেছিলেন, কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে এনে প্রত্যেক ভারতীয়ের ব্যাংক একাউন্টে ১৫ লাখ টাকা করে দেবেন কিন্তু তা হয়নি। এখন আবার কৃষকদের ঋণ মওকুফের কথা বলছেন। নরেন্দ্র মোদি বলুন, যেসব রাজ্যে বিজেপি সরকার রয়েছে সেসব জায়গায় কী কৃষকদের কোনো ঋণ মওকুফ করা হয়েছে?’



মন্তব্য চালু নেই