মোদির ৬ কোটি রুপির রোড শো

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি ছয় কোটি রুপি খরচ করে শনিবার বারানসিতে রোড শো করেছেন বলে অভিযোগ তুলেছে আম আদমি পার্টি (এএপি)।

মোদির বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি না মানার অভিযোগ এনে বারানসি জেলা নির্বাচন কর্তৃপক্ষের কাছে এফআইআর দায়ের করেছে তারা।

এএপির এক নেতা অভিযোগ করে বলেন, ‘মনোনয়নপত্র জমা দিতে মোদি বারানসি গেছেন হেলিকপ্টারে। এর জন্য আনুমানিক খরচ ও সেই সঙ্গে রোড শো’তে যোগ দেওয়ার জন্য বিভিন্ন স্থান থেকে লোকজন ভাড়া করে আনার খরচ, তাদের ক্যাপ, টি-শার্ট ও শাড়ি বিতরণ করতে গিয়ে খরচ মিলিয়ে ব্যয় হয়েছে পাঁচ কোটি ৭৫ লাখ রুপি।’

এটাকে তিনি নির্বাচনী আচরণ বিধির বড় ধরনের লঙ্ঘন বলে অভিযোগ করেন।

এএপি বিষয়টি খতিয়ে দেখার জন্য জেলা নির্বাচন কর্মকর্তার কাছে একটি চিঠি দিয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এর একটি কপি পাঠানো হয়েছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে। আরেকটি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। সেই সঙ্গে দায়ের করা হয়েছে এফআইআর।

বিষয়টির প্রমাণ হিসেবে নরেন্দ্র মোদির ছবি সংবলিত শাড়ি সাংবাদিকদের দেখান এএপির এই নেতা। সেই শাড়িতে লেখা আছে ‘মোদি লাও, দেশ বাঁচাও’।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া



মন্তব্য চালু নেই