আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ

মোদির স্ত্রীকে ভারতরত্ন ও নোবেল দেয়া উচিৎ

ভারতের বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী ও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি এতোদিন নিজেকে চিরকুমার বললেও সম্প্রতি স্ত্রী বির্তকে জড়িয়ে যান। এরই প্রেক্ষিতে কিছুদিন আগেই  স্ত্রী হিসেবে যশোদাবেনকে স্বীকার করে নিয়েছেন । এবার তাকে ভারতরত্ন দেয়া উচিৎ বলে মন্তব্য করলেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। গগৈ বলেন, ‘তিনি যন্ত্রণা ও আত্মত্যাগের প্রতীক।’ আসামের মুখ্যমন্ত্রী গগৈ বলেছেন, ‘আগামী ১০ দিনের মধ্যে আমি যশোদাবেনকে ভারতরত্ন দেয়ার জন্য লিখিত সুপারিশ জানাতে চলেছি। ওনাকে শত কুর্নিশ। উনি একজন অসাধারণ মহিলা।’ এখানেই শেষ নয়। তিনি তার প্রশংসা করে আরো বলেছেন, ‘যশোদাবেন ভারতের নারী সমাজের প্রতীক। শুধু দেশের কাছে নয়, গোটা দুনিয়ার কাছে উনি যন্ত্রণা ও আত্মত্যাগের নিদর্শন। মুখ বুঁজে এত অবহেলা সহ্য করার জন্য তার নোবেল পুরস্কার পাওয়া উচিৎ।’ এসময় তিনি মোদির সমালোচনা করে বলেন, ‘নরেন্দ্র মোদি নিজেকে সন্ন্যাসী হিসেবে দাবি করে থাকেন। কিন্তু প্রকৃতপক্ষে উনি একজন গেরুয়াধারী পুরুষ, যিনি ক্ষমতা যেতে চান। প্রকৃত সন্যাসী  হলেন যশোদাবেন। মোদি কেবল ‍মুখ্যমন্ত্রীর পদটাই বোঝেন এবং  এমন একজন মানুষই ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী।



মন্তব্য চালু নেই