মোদির মন্ত্রিসভায় ৩০ শতাংশই আসামি

ভারতের মোদি সরকারের ৩০ (১৩ জন) শতাংশ মন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ১৮ (৮ জন) শতাংশের বিরুদ্ধে হত্যা, সাম্প্রদায়িক দাঙ্গা, অপহরণ ও নির্বাচনী সহিংসতার মত বড় ধরনের অভিযোগে মামলা রয়েছে।

অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস নামক একটি সংগঠন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ৪৪ জন মন্ত্রীর দেয়া তথ্য বিশ্লেষণ করে এ তথ্য দিয়েছে । পার্লামেন্টের সদস্য না হওয়ায় প্রকাশ জাভেদকর ও নির্মলা সিতারামকে এক্ষেত্রে তালিকাভুক্ত করা হয়নি।

সংগঠনটির পক্ষ থেকে আরো জানানো হয়, বর্তমান লোকসভা সদস্যদের মধ্যে ১১২ জনের নামে বিভিন্ন মামলা রয়েছে।

পানি সম্পদমন্ত্রী উমা ভারতীর বিরুদ্ধে সবচেয়ে বেশি ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা চেষ্টা, সাম্প্রদায়িক দাঙ্গা ও নির্বাচনী সহিংসতার মত বড় ধরনের মামলাও রয়েছে। মামলা সংখ্যার দিক দিয়ে উমার পরেই রয়েছেন নিতিন গড়করি। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। পল্লী উন্নয়ন মন্ত্রী গোপিনাথ মুণ্ডের নামে রয়েছে অপহরণ মামলা।

রাষ্ট্রীয় লোক সমতা পার্টির উপেন্দ্র কুশয়া ও লোক জনশক্তি পার্টির রাম বিলাস পাসওয়ানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের মামলা রয়েছে।



মন্তব্য চালু নেই