মোদির চাপে পশ্চিমবঙ্গ গভর্নরের পদত্যাগ

ভারতের কেন্দ্রীয় সরকারের চাপের মুখে পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের গভর্নর এমএকে নারায়ণ। সোমবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। এমকে নারায়ণ চতুর্থ গভর্নর হিসেবে ওই পদ থেকে পদত্যাগ করলেন।

এর আগে গত শুক্রবার অগাস্তা ওয়েস্টল্যান্ডের কাছ থেকে হেলিকপ্টার ক্রয় দুর্নীতির ঘটনায় তাকে জেরা করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)। অগাস্টা ওয়েস্টল্যান্ডের কাছ থেকে হেলিকপ্টার কেনার সময় নারায়ণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ছিলেন। তার সভাপতিত্বতে একটি বৈঠকেই হেলিকপ্টার ক্রয় সম্পর্কিত নীতিমালায় পরিবর্তন আনা হয়েছিল।

দেশটির ইতিহাসে এবারই প্রথম কোনো রাজ্যপালকে জেরা করেছে সিবিআই। সিবিআইয়ের জেরা ও কেন্দ্রীয় সরকারের চাপেই মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন নারায়ণ।



মন্তব্য চালু নেই