মোদিকে ‘ইদুরের বাচ্চা’ বলে চরম অপমান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ইদুরের বাচ্চা’ আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এজন্য তার বিরুদ্ধে এফআইআর। তাও আবার একই দিনে দু’জায়গায়। হেয়ার স্ট্রিট থানায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর করেছেন এক বিজেপি কর্মী।

অন্যদিকে, দিল্লির নর্থ অ্যাভিনিউ থানায় সৌরভ শিকদার নামে আরেক বিজেপি কর্মী কল্যাণের বিরুদ্ধে এফআইআর করেছেন। তাঁদের অভিযোগ, সম্প্রতি প্রকাশ্য সভায়, প্রধানমন্ত্রীর উদ্দেশে ‘কুরুচিকর ও অবমাননাকর’ মন্তব্য করেন কল্যাণ। যদিও তৃণমূল সাংসদ এই অভিযোগ অস্বীকার করেছেন।

প্রসঙ্গত, গত বুধবার তৃণমূলের ধর্না মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ মন্তব্য করেন,“তৃণমূলের সব সাংসদকে জেলে ঢোকালে রাজ্যে যে আন্দোলন হবে, তাতে নরেন্দ্র মোদীকে ইঁদুরের বাচ্চার মতো গুজরাত পালাতে হবে।’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে তৃণমূল সাংসদের আরও মন্তব্য, ‘‘শুনে রাখুন নরেন্দ্র মোদী, শুধু তাপস পাল বা সুদীপ বন্দ্যোপাধ্যায় নয়, আমাদের ৫৪জন সাংসদকে জেলে ঢোকালে বাংলায় আগুন জ্বলবে।’’

প্রকাশ্য সভায় যেভাবে মোদীকে ইদুরের বাচ্চা বলে আক্রমণ করেছেন কল্যাণ। তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এরমধ্যেই কল্যাণের বিরুদ্ধে দায়ের হল এফআইআর।



মন্তব্য চালু নেই