মোজাম্বিকে বিয়ার পানে ৫২ জনের মৃত্যু

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে বিষাক্ত বিয়ার পান করে ৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রবিবার আরও ৫১জনকে অসুস্থ্ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিন-পূর্বের টেটে প্রদেশের সঙ্গো জেলার স্বাস্থ্য বিভাগের পরিচালক অ্যালেক্স আলবার্তিনি জানান, শনিবার একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে ঐতিহ্যবাহি বিয়ার পানের পর ৫২ জনের মৃত্যু হয়। রবিবার অসুস্থ্ অবস্থায় আরও ৫১জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ডাক্তারি পরীক্ষার জন্য চিতিমা ও সঙ্গো এলাকার আরও ১৪৬জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের পরিচালক কার্ল মোসি জানান, পরীক্ষার জন্য বিয়ার পানকারীদের রক্ত ও বিয়ার রাজধানী মাপুতোতে পাঠানো হয়েছে।

পোম্বি নামে মোজাম্বিকের ঐতিহ্যবাহি এই বিয়ার তৈরী করা হয় ভুট্টা দানা দিয়ে।কর্মকর্তাদের ধারণা অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান চলাকালে ওই বিয়ারে কুমিরের যকৃতের রস মেশানো হয়েছিল।



মন্তব্য চালু নেই