মেয়ের একদিন পরেই চলে গেলেন মা

মার্কিন অভিনেত্রী ক্যারি ফিশার (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে মারা যান। আর বুধবার মারা গেলেন তার মা সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী ডেবি রেনল্ডস (৮৪)। খবর দ্য গার্ডিয়ানের

ক্যারি ফিশারের মৃত্যুর পর থেকেই ডেবি অসুস্থ হয়ে পড়েন। মস্তিস্কের রক্তক্ষরণে বুধবার সকালে লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ছেলে টড ফিশার জানিয়েছেন।

ডেবি ক্যারির সঙ্গেই থাকতে চেয়েছিলেন বলেও জানান তিনি। মেয়ের মৃত্যু শোক সইতে না পেরে মেয়ের কাছে চলে গেছেন অস্কারে মনোনীত এ সঙ্গীতশিল্পী।

পঞ্চাশ ও ষাটের দশকে হলিউডের মিউজিক্যাল ও কমেডি ঘরানার বিভিন্ন সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ডেবি।

জেন কেলির বিপরীতে ১৯৫২ সালে ‘সিংগিং ইন দ্য রেইন’ তাকে খ্যাতি এনে দিলেও ১৯৬৪ সালের ‘দ্য আনসিংকেবল মলি ব্রাউন’ এর জন্য ডেবি অস্কার মনোনয়ন পেয়েছিলেন।

পঞ্চাশের দশকের অন্যতম জনপ্রিয় গায়ক এডি ফিশারকে ১৯৫৫ সালে বিয়ে করেছিলেন ডেবি; সংসারে এসেছিল ক্যারি আর টড। তবে সে সংসার টিকেছিল মাত্র চার বছর।

পরে অভিনেতা হ্যারি কার্ল ও রিয়েল এস্টেট ব্যবসায়ী রিচার্ড হেমলেটের সঙ্গে ডেবির বিয়ে হয়।



মন্তব্য চালু নেই