মেক্সিকোতে শিক্ষক আন্দোলনে গুলি, নিহত ৩

দক্ষিণ মেক্সিকোতে আন্দোলনকারী শিক্ষক ও পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে অন্তত ৩ জন নিহত হয়েছেন। ঘটনায় পুলিশসহ আহত হয়েছে আরও ৪৫ জন।

তবে মেক্সিকোর নিরাপত্তা কমিশনের এক বিবৃতিতে দাবি করা হয়, ঘটনার সময় পুলিশ কোনো অস্ত্র বহন করেনি।

বিবিসির খবরে বলা হয়, ঘটনাটি ঘটে ওয়াক্সাসা রাজ্যে। দুই শিক্ষক নেতাকে আটক করার প্রতিবাদে দ্য ন্যাশনাল এডুকেশন ওয়ার্কার্স কো–অরডিনেটর (সিএনটিই) এই বিক্ষোভের ডাক দেয়। এ ছাড়া সরকারি শিক্ষাব্যবস্থা সংস্কারেরও দাবি তোলা হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে।

সিএনটিই’র সদস্যরা রাস্তা অবরোধ করে আন্দোলন করতে থাকে।

কর্তৃপক্ষ জানায়, পুলিশ রাস্তাটি খুলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু হঠাৎই অজ্ঞাত বন্দুকধারীরা অতর্কিত গুলি শুরু করলে গোলমাল সৃষ্টি হয় এবং হতাহতের ওই ঘটনা ঘটে।



মন্তব্য চালু নেই