মেক্সিকোতে গণকবর থেকে ৩২ মৃতদেহ উদ্ধার

মেক্সিকোর গেরেরো রাজ্যে কয়েকটি গণকবর থেকে ৩২টি মৃতদেহ ও ৯ টি মাথার খুলি উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে জিতলালা এলাকার পুচাহইক্সকো গ্রামের কাছে ১৭টি কবর থেকে এগুলো উদ্ধার করা হয়েছে।

গেরেরো রাজ্যটি মাদক চোরাচালানীদের আখড়া বলে পরিচিত। এছাড়া এখানে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনাগুলা অহরহ ঘটে। মাদকব্যবসা নিয়ে বিরোধী গ্যাঙগুলোর মধ্যে প্রায়ই এখানে লড়াইয়ের ঘটনাও ঘটে।

তদন্তকারীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া মৃতদেহগুলোর মধ্যে ৩১টি পুরুষে ও একটি নারীর। কতোদিন আগে তাদেরকে হত্যা করা হয়েছে কিংবা কবর দেয়া হয়েছে সে ব্যাপারে কিছুই জানানো হয়নি।

রাজ্য নিরাপত্তা বিভাগের মুখপাত্র রবার্তো আলভারেজ জানিয়েছেন, অজ্ঞাতনামা এক ব্যক্তির দেওয়া খবরের ভিত্তিতে গণকবরের সন্ধান পাওয়া গেছে। ওই এলাকায় আরো গণকবর আছে কিনা তা অনুসন্ধানে কাজ করছেন তদন্তকারীরা।



মন্তব্য চালু নেই