বাংলাদেশ-সিঙ্গাপুর মুখোমুখি শনিবার

আর দু’টি ম্যাচ জিতলেই এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপের ট্রফি থেকে যাবে বাংলাদেশের ঘরে। টানা তিনবারের মতো চ্যাম্পিয়ন হয়ে লাল সবুজ জার্সিধারীরা নাম লেখাবে এশিয়া কাপে। এ দুই ম্যাচের প্রথম প্রতিপক্ষ সিঙ্গাপুর।

শনিবার সিঙ্গাপুরকে হারালেই বাংলাদেশ পৌঁছে যাবে ফাইনাল মঞ্চে। সেখানে প্রতিপক্ষ হবে শ্রীলংকা অথবা স্বাগতিক হংকং। দুপুর ২ টায় হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-সিঙ্গাপুর।

টপ ভেবারিট হয়েই এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে লাল সবুজ জার্সিধারীরা। গ্রুপ ম্যাচের তিন প্রতিপক্ষ হংকং, চাইনিজ তাইপে ও ম্যাকাওকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ যোগ্যতার প্রমান দিয়েছে। এখন দুটি নকআউট ম্যাচ। জিমি-চয়নরা এ দুই ম্যাচ জিতেই ঘরে ফিরতে চান।

প্রতিপক্ষ হিসেবে সিঙ্গাপুর দূর্বলই বাংলাদেশের সামনে। দেশটির বিপক্ষে সর্বশেষ ৪ ম্যাচের সব’কটিতেই জিতেছে বাংলাদেশ। ২০১২ সালে ওয়ার্ল্ড লিগের রাউন্ড-১ এর ম্যাচে বাংলাদেশ ৪-২ গোলে হারিয়েছিল সিঙ্গাপুরকে। গোল করেছিলেন পিন্টু, জিমি, চয়ন ও কৌশিক।

২০১৪ সালে এশিয়ান গেমসের বাছাই পর্বে বাংলাদেশ কৌশিক আর রাব্বির গোলে জিতেছিল ২-০ ব্যবধানে। একই বছর ইনচিয়ন এশিয়ান গেমসে বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে। গোল করেছিলেন খোরশেদ ও মিমো। দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত বছর ওয়ার্ল্ড লিগ রাউন্ড-২ এ। সিঙ্গাপুরের মাঠেই বাংলাদেশ জিতেছিল ৩-০ গোলে। গোল করেছিলেন সিতুল, নিলয় ও কৌশিক।



মন্তব্য চালু নেই