মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ৪৯টি

বিশ্বে মোট ৪৯টি দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ। বর্তমানে বিশ্বে মোট ১৬০ কোটি মুসলমানের বাস। তারা মোট জনসংখ্যার ২৩ শতাংশ।
পিউ রিসার্চ সেন্টারে ফোরাম অন রিলিজিয়ন অ্যান্ড পাবলিক লাইফের ভাষ্যমতে, বিশ্বের দুই তৃতীয়াংশ (৬২ ভাগ) মুসলমানের বাস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকায়। অনেকে মনে করতে পারে, মধ্যপ্রাচ্য বা উত্তর আফ্রিকায় সবচেয়ে বেশি মুসলমান বাস করে। বাস্তবে সেখানে বাস করে ৩১৭ মিলিয়ন মুসলমান। অথচ কেবল পাকিস্তান ও ভারতেই বাস করে ৩৪৪ মিলিয়ন মুসলমান। তবে মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকা অঞ্চলে ঘনত্বের দিক থেকে বেশি মুসলমান বাস করেন। সেখানকার জনসংখ্যার ৯৩ শতাংশ মুসলমান। আর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোট জনসংখ্যার মধ্যে মুসলমান হার ২৪ শতাংশ।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা হচ্ছে ৪৯টি। ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি মুসলমান বাস করে।
বিশ্বে বর্তমানে মোট দেশের সংখ্যা ২০১টি। তবে সবগুলো জাতিসঙ্ঘ স্বীকৃত নয়। জাতিসঙ্ঘ সদস্যভুক্ত দেশের সংখ্যা ১৯৩টি। এছাড়া দুটি রাষ্ট্রকে জাতিসঙ্ঘ পর্যবেক্ষকের মর্যাদা দিয়েছে।
খ্রিস্টান দেশের সংখ্যা ১৫৭টি। বিশ্বের মোট জনসংখ্যায় খ্রিস্টানদের হার ৩২ শতাংশ।



মন্তব্য চালু নেই