মুসলিম বাজারে প্রচারণায় আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক রাজধানী মিরপুরের মুসলিম বাজারে প্রচারণা চালাচ্ছেন। বুধবার সকালে মুসলিম বাজার থেকে ১৬তম দিনের এ প্রচারণা শুরু করেন তিনি।

সিটি নির্বাচনে সেনা মোতায়েনের ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘সেনা মোতায়েন হলে জনমনে স্বস্তি ফিরে আসবে।’

মুসলিম বাজার এলাকায় প্রচারণা শেষে বাউনিয়া বাধ এলাকায় যাওয়ার কথা রয়েছে আনিসুল হকের।



মন্তব্য চালু নেই