মুসলিম বলে আমেরিকায় হেনস্থার শিকার মোহাম্মদ আলীর ছেলেও

মার্কিন যুক্তরাষ্ট্রের বিতর্কিত অভিবাসন নীতির শিকার হলেন প্রয়াত কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আলী জুনিয়রও।

জামাইকা থেকে ফেরার পথে গত ৭ ফেব্রুয়ারি ফ্লোরিডা এয়ারপোর্টে তাকে ও তার মা খালিল্লা কামাচো আলীকে আটক করা হয়। ।

তাদের নামের শেষে আলী পদবিতে চোখ আটকায় এয়ারপোর্ট কর্তৃপক্ষদের। মোহাম্মদ আলী জুনিয়রকে ঘণ্টা দুয়েক আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে এয়ারপোর্টের অফিসাররা।

তিনি মুলসিম কিনা, এ কথা বারবার জিজ্ঞাসা করা হয় তাকে। মোহাম্মদ আলী নাম তিনি কোথা থেকে পেলেন তা জানতে চান ওই কর্মকর্তারা। তিনি যে মুসলিম তা জেনে তাদের জেরা আরও বাড়ে।

মোহাম্মদ আলী জুনিয়রের ফিলাডেলফিয়ায় জন্ম এবং তার মার্কিন পাসপোর্ট রয়েছে।



মন্তব্য চালু নেই