মুসলিম নেতা বানালেন মন্দির

সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করলেন ভারতের গ্রামীণ পর্যায়ের এক মুসলিম নেতা। ভারতের জাতীয় রাজনীতিতে এর আগে কখনো এই নেতার নাম শোনা যায়নি। তবে তিনি মন্দির বানিয়ে সম্প্রীতির যে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন, তাতেই তিনি এখন জাতীয় চেতনায় ভাস্বর হয়ে উঠেছেন।

উত্তর প্রদেশের মাথুরা জেলার সাহার গ্রামে মন্দির নির্মাণ করেছেন আজমল আলি শেখ নামে স্থানীয় এই মুসলিম নেতা। এই মন্দিরে শিব ও হুনুমানের নামে পূজা হবে। বিশেষ করে শিব রাত্রি উদযাপিত হবে এই মন্দিরে।

আজমল আলি শেখ মন্দিরের নির্মাণ সম্পন্ন করতে পেরে খুবই আনন্দিত। সাহার গ্রামের হিন্দুদের প্রার্থনার জন্যই মন্দির বানিয়েছেন বলে জানিয়েছেন আজমল আলি শেখ। এক বছর ধরে নিজের পকেটের ৪ লাখ রুপি খরচ করে মন্দিরটি বানিয়েছেন তিনি। এই মন্দিরের সঙ্গে কয়েকটি ছোট কক্ষ তৈরি করা হয়েছে, যা ব্যবহার করবেন পূণ্যার্থী ও দর্শনার্থীরা।

উত্তর প্রদেশের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরী আজমল শেখকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, এটি প্রসংশনীয় একটি কাজ এবং এতে করে সম্প্রীতির বন্ধন আরো শক্ত হবে।

রোববার সাহার গ্রামে এই মন্দিরে প্রথম পূজা হয়। উৎসাহ-আনন্দ নিয়ে গ্রামবাসী মন্দির প্রাঙ্গণে জড়ো হয়।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।



মন্তব্য চালু নেই