মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের বিরুদ্ধে হাইকোর্টের রুল

মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মুক্তিযোদ্ধার সংজ্ঞা ঠিক না করেই তালিকা প্রকাশ করায় এ রুল জারি করা হয়েছে।

বুধবার দুপুরে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও আইন সচিবসহ সংশ্লিষ্টদেরকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড. রফিকুর রহমান ও হাসানাত কাইয়ুম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন।

আইনজীবী হাসানাত কাইয়ুম বলেন, ‘মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ না করেই বিভিন্ন সময় বিভিন্ন সরকার তাদের মতো করে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করেছে। যার কারণে অনেক আসল মুক্তিযোদ্ধারা তালিকা থেকে বাদ পড়েছেন, আবার অনেক নকল মুক্তিযোদ্ধারা তালিকাভুক্ত হয়েছে। তাই মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করে সঠিকভাবে তালিকা প্রকাশ করার আবেদন জানানো হয়েছিল।’



মন্তব্য চালু নেই