‘জয়কে হত্যার পরিকল্পনা করেছিল তারেক’

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘খালেদা জিয়া যেমন করে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরিকল্পনা ও ২০০৪ সালে সমাবেশে বোমা মেরে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করেছিল, ঠিক তেমনিভাবে সজীব ওয়াজেদ জয়কে হত্যার পরিকল্পনা করেছিল তারেক রহমান।’

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জননেত্রী সৈনিক লীগ আয়োজিত ‘প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে বিএনপির হাইকমান্ডের নির্দেশে অপহরণের চেষ্টার প্রতিবাদে’ এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘অপহরণের চেষ্টার সঙ্গে যারা জড়িত তারা স্বীকার করেছে বিএনপির হাইকমান্ড তারেক রহমান ও খালেদা জিয়ার নিদের্শে তারা জয়কে অপহরণ করার চেষ্টা করেছিল। তার জানে আগামীতে বাংলাদেশে নেতৃত্ব দেবে সজীব ওয়াজেদ জয়। এ কারণে তাকে হত্যার উদ্দেশে অপহরণের চেষ্টা করা হয়েছিল। বাংলার জনগণের প্রত্যাশা অপহরণের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হবে।’

তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে বোমা মেরে মানুষ হত্যা করছে। তাদের আন্দোলনে জনগণের কোনো সমর্থন নেই। অবিলম্বে হরতাল অবরোধের নামে মানুষ হত্যা বন্ধ করে সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।’
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ, সধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।



মন্তব্য চালু নেই