মিশরে ছয়জনের ‘ফাঁসি কার্যকর’

মিশরে শনিবার ছয়জনের ‘ফাঁসি কার্যকর’ হয়েছে। কয়েকটি হামলা চালানোর সঙ্গে জড়িত এই ছয়জন জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত একটি দলের সদস্য ছিলেন।

তবে কখন তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে, তা পরিষ্কার করে জানা যায়নি। আলজাজিরা অনলাইন জানিয়েছে, রোববার সকালে এই ছয়জনের ফাঁসির আদেশ হওয়ার খবর দেয় বার্তা সংস্থা এএফপি। সামরিক আদালতে তাদের ফাঁসির আদেশ হয়।

আনসার বেইত আল মাকদিস নামের একটি সশস্ত্র সংগঠনের সদস্য ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই ছয়জন। তারা আইএসের হয়ে মিশরে কাজ করতো বলে মিশর সরকার প্রমাণ পেয়েছে।

২০১৪ সালে সংগঠনটি আইএসের সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দেয়। এরপর থেকে মিশরে বেশ কয়েকটি হামলা চালিয়েছে তারা।



মন্তব্য চালু নেই