মির্জা আব্বাসের বাসার সামনে দলীয় নেতা কর্মীদের বিক্ষোভ

ঢাকা সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসে বাসার সামনে বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতা কর্মীরা।

আজ মঙ্গলবার দুপুরে মির্জা আব্বাসের শাজাহানপুরের বাসার সামনে এ বিক্ষভ মিছিল করেন তারা।

এসময় বিএনপির সমর্থকরা অবৈধ নির্বাচন মানিনা, প্রহশনের নির্বাচন মানবো না বলে শ্লোগান দেন। পরে সেখানে দুই প্লাটুন পুলিশ সদস্য এলে তারা পালিয়ে যায়। বর্তমানেও সেখানে পুলিশের অবস্থান রয়েছে।

মির্জা আব্বাসের বাসার সামনের রাস্তায় অবস্থানরত পুলিশ সদস্য আবুল বাশার বলেন, এখানে বিশৃংখলা হয়েছিল। আমরা আসার পরে তারা পালিয়ে যায়।



মন্তব্য চালু নেই