মির্জা আব্বাসের ইশতেহারে ৯৮ প্রতিশ্রুতি

দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ‌‌আর্দশ ঢাকা আন্দোলনের মনোনীত বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের ১০ দফা ইশতেহার ঘোষণা করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস ইশতেহার পাঠ করেন।

১০ দফা ইশতেহারে ৯৮টি প্রতিশ্রুতি দেয়া হয়েছে। ইশতেহারের প্রথমেই রাখা হয়েছে নাগরিক সেবা।

পরবর্তীতে ক্রমান্বয়ে নাগরিক বিনোদন, স্বাস্থ্য সেবা, শিক্ষা খাত, পরিবেশ উন্নয়ন ও বর্জ ব্যবস্থাপনা, প্রযুক্তির ঢাকা সমাজ সেবা, জননিরাপত্তা ও নগর পরিকল্পনা-প্রশাসন দিয়ে ইশতেহার সাজানো হয়েছে।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ড. এমাজউদ্দীন আহমেদ, সদস্য সচিব শওকত মাহমুদ, ড. মাহফুজ উল্লাহ, ড. সুকমল বড়ুয়া প্রমুখ।



মন্তব্য চালু নেই