মিন্টুর মনোনয়নপত্র বাতিলের রায় বহাল
সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা ফেরত পেতে আবদুল আউয়াল মিন্টুর আপিল আবেদনের ওপর কোনো আদেশ দেননি আপিল বিভাগ। এর ফলে মিন্টুর মনোনয়নপত্র বাতিলের রায় বহাল থাকল বলে জানিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
বেঞ্চের অন্য তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এর আগে গত ৭ এপ্রিল সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় মিন্টুর আইনজীবীরা আপিল দায়ের করেন।
৬ এপ্রিল বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট খারিজ করে আদেশ দেন।
গত ৫ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মিন্টুর পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন রিটটি দায়ের করেন।
রিটে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
গত ১ এপ্রিল ঢাকা উত্তরের রিটার্নিং অফিসার মোহাম্মদ শাহ আলম মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
মন্তব্য চালু নেই