মিনা দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১৭৭

সৌদি আরবে চলতি মৌসুমে হজ আদায়কালে মিনায় পদদলিত হয়ে ২১৭৭ জন প্রাণ হারিয়েছেন। সোমবার মিনা দুর্ঘটনায় নিহতদের নতুন এ সংখ্যা প্রকাশ করেছে সংবাদ মাধ্যম এপি। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি সৌদি সরকার।

গত ২৪ সেপ্টেম্বর মিনায় শয়তানকে পাথর ছোড়ার সময় অনুষ্ঠিত ওই দুর্ঘটনায় ৭৬৯ জন হাজযাত্রীর নিহত হওয়ার কথা জানিয়েছিল সৌদি সরকার। কিন্তু এরপর তারা ওই সংখ্যার আর কোনো রদবদল করেনি। তবে বিভিন্ন দেশের মৃত হাজিদের সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে নিহতদের এই নতুন সংখ্যা ঘোষণা করেছে এপি।

ওই দুর্ঘটনায় ভারতের ৪৬৫, মালির ২৫৪, নাইজেরিয়ার ১৯৯, মিশরের ১৮২, বাংলাদেশের ১৩৭, ইন্দোনেশিয়ার ১২৬, ভারতের ১১৬, পাকিস্তানের ১০২, ক্যামেরুনের ৭৬, নাইজেরিয়ার ৭২, সেনেগালের ৬১, বেনিন ও আইভরি কোস্টের ৬২ জন করে, ইথিওপিয়ার ৪৭, চাদের ৪৩, মরক্কোর ৩৬, আলজেরিয়ার ৩৩, সুদানের ৩০ বুরকিনা ফাসোর ২২, তাঞ্জেনিয়ার ২০, সোমালিয়ার দশ জন মারা হাজি মারা গেছেন।

এছাড়া কেনিয়ার ৮, ঘানা ও তুরস্কের ৭ জন করে, মিয়ানমার ও লিবিয়ার ৬ জন করে, চীনের ৪, আফগানিস্তানের ২ এবং জর্দান ও মালয়েশিয়া একজন করে হাজি মারা গেছেন।



মন্তব্য চালু নেই