মিঠাপুকুরের নৌকা, ধানের শীষ ও লাঙ্গল পেলেন যারা

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে ৭টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ এপ্রিল। বৃহস্পতিবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন, সাধারন সদস্য পদে ২শ ৮৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১শ ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। মোট ৭৫টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৩৪টি কেন্দ্র অধিকগুরুত্বপূর্ণ বলে জানা গেছে।

পায়রাবন্দ ইউনিয়নে প্রতীক প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- নৌকা ফয়জার রহমান খান, লাঙ্গল রেজাউল ইসলাম, ধানের শীষ রহমত আলী, মোটর সাইকেল মাহবুবার রহমান, আনারস মোফাজ্জল হোসেন মধু। কাফ্রিখাল ইউনিয়নে নৌকা আশরাফুল ইসলাম, লাঙ্গল হাফিজুর রহমান, ধানের শীষ শামীমুল হক, মোটর সাইকেল জয়নাল আবেদীন, ঘোড়া ফজলুল হক, আনারস মানিক মিয়া তালুকদার। লতিবপুর ইউনিয়নের নৌকা ইদ্রিস আলী, লাঙ্গল আব্দুর রহমান সেতু, ধানের শীষ মাহবুবুর রহমান, মোটর সাইকেল ফখরুল ইসলাম, আনারস নুরুল আযম। দূর্গাপুর ইউনিয়নে নৌকা সাইদুর রহমান তালুকদার সাইদ, লাঙ্গল সোহরাওয়াদী, হাতপাখা নুরুল হক, আনারস এনামুল হক প্রধান। বড় হযরতপুর ইউনিয়নে নৌকা রুস্তম আলী, লাঙ্গল আব্দুস সালাম মিয়া, ধানের শীষ শফিকুল ইসলাম। মির্জাপুর ইউনিয়নে নৌকা আব্দুর রইফ মিয়া, লাঙ্গল গোলাম আযম মিলন, ধানের শীষ মিজানুর রহমান প্রামানিক, আনারস আব্দুর রশীদ মিয়া, মোটর সাইকেল মিজানুর রহমান। ইমাদপুর ইউনিয়নে নৌকা আফছার মিয়া, লাঙ্গল শহিদুল ইসলাম, ধানের শীষ রুহুল আমি, মোটর সাইকেল এরশাদুল হক খন্দকার, খোড়া মুক্তা বেগম।



মন্তব্য চালু নেই