‘মিছিল-জনসভা করলে প্রার্থিতা বাতিল’

আচরণবিধি লঙ্ঘন করে কোনো প্রার্থী মিছিল করলে তার প্রার্থিতা বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ।

নির্বাচন কমিশন সচিবালয়ে বুধবার দুপুর আড়াইটার দিকে নিজকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শাহ নেওয়াজ বলেন, ‘আচরণবিধি অনুসারে কোনো প্রার্থীর পক্ষে মিছিল করা সম্পূর্ণ বেআইনী। কেউ যদি কোনো প্রার্থীর পক্ষে মিছিল করে অথবা করার চেষ্টা করে, তাদের জরিমানা করা হবে। এ ছাড়াও কোনো প্রার্থী অতিরিক্ত বাড়াবাড়ি করলে প্রার্থিতা বাতিল করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। সে নির্দেশ রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া আছে। আমরা সবাইকে সাবধান করে দিতে চাই, কেউ যেন মিছিল না করেন। কোনো প্রার্থী যেন অতিরিক্ত যানবাহন নিয়ে প্রচারণার চেষ্টা না করেন।’

মাইক ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ‘বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রচারণার জন্য প্রার্থীরা নির্দিষ্ট সংখ্যক মাইক ব্যবহার করতে পারবেন। যারা নির্ধারিত সময়ের বাইরে প্রচারণা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। এ ছাড়া অতিরিক্ত মাইক ব্যবহার না করতে প্রার্থীদের অনুরোধ করা হয়েছে। ইসির নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের প্রার্থিতা বাতিল করা হবে। কোনো বিষয়ে ছাড় না দিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্যই বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নির্বাচনী ক্যাম্পের বিষয়ে তিনি বলেন, ‘মেয়র প্রার্থীরা প্রতিটা থানায় একটির বেশি ক্যাম্প স্থাপন করতে পারবেন না। এ ছাড়া কাউন্সিলর প্রার্থীরা প্রতিটা ওয়ার্ডে তিনটি করে নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবেন। কোনো প্রার্থী যদি এর চেয়ে বেশি ব্যবহার করেন, এটা অপরাধ, আচরণবিধির বরখেলাপ। যারা করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা রিটার্নিং কর্মকর্তাদের বলেছি, যারা আচরণবিধির বরখেলাপ করবে, তাদের বিরুদ্ধে যেন চরম ব্যবস্থা নেওয়া হয়।

সংরক্ষিত মহিলা প্রার্থীদের প্রতীক বিষয়ক অভিযোগের ভিত্তিতে শাহ নেওয়াজ বলেন, ‘এই প্রথম আমরা সব নির্বাচনের জন্য আলাদা প্রতীক নির্ধারণ করেছি। এ কারণে কিছু প্রতীক বাড়াতে হয়েছে। সংরক্ষিত পদের প্রতীক নিয়ে প্রার্থীরা আপত্তি তুলেছেন, এটা আমাদের কানেও এসেছে। আসলে প্রতীক দেওয়া হয় চিহ্নিত করার জন্য, কাউকে ঘরে ঢুকানো বা ছোট করার জন্য না। তার পরও যদি কোনো প্রার্থী প্রতীকের বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেন আমরা বিবেচনা করব।’

কমিশনার বলেন, ‘সংরক্ষিত প্রার্থীদের জন্য এবার বিশেষ ব্যবস্থা রেখেছি। এবার নির্বাচনের দিনে গাড়ি ব্যবহার করতে পারবেন, যেটা এর আগে ছিল না। এ ছাড়া তাদের জামানত ১০ হাজার টাকায় নিয়ে এসেছি। আগে অনেক বেশি ছিল।’



মন্তব্য চালু নেই