মালয়েশিয়ায় পুলিশি অভিযান চলছে, বাংলাদেশিসহ শতাধিক আটক

অবৈধ অভিবাসীদের আটকে মালয়েশিয়ায় পুলিশি অভিযান চলছে। রাজধানী কুয়ালালামপুরে অভিযান শুরু করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। শনিবার ওই শহরের বিভিন্ন এলাকায় অভিযান চলিয়ে বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের কয়েক শ’ নাগরিককে আটক করা হয়।

কুয়ালালামপুর পুলিশের উপপ্রধান দাতুক আবদুল হামিদ মোহাম্মদ আলী বলেন, অবৈধভাবে বিদেশিরা অবস্থান করছে বলে অভিযোগ পাওয়ার পর বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। অবৈধভাবে যারা অবস্থান করছে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

মালয়েশীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা থেকে ‘অপ নিয়াহ’ নামের চার ঘণ্টাব্যাপী অভিযানে অংশ নেয় ইমিগ্রেশন পুলিশ, রেলা, ইউনাইটেড নেশনস হাইকমিশনার ফর রিফিউজিস, সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা।

এদিকে, দেশটির জনপ্রিয় অনলাইন পত্রিকা নিউ স্ট্রেটস টাইমসের প্রতিবেদনে বলা হয়, কুয়ালালামপুরের সেন্ট্রাল মার্কেট ও মসজিদ জামেক এলাকা থেকে ১২০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। তাঁদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার ও নেপালের নাগরিকরা আছেন।



মন্তব্য চালু নেই