মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান (ভিডিও)

অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মালয়েশিয়ায় অভিযান চালিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (9/8/2015) মালেক্কা এ অভিযান চালানো হয়। অভিযানে আটকদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছে।

ইমিগ্রেশন পুলিশ পাসপোর্ট যাচাই-বাছাই করে সঠিক কাগজপত্র না পাওয়ায় তাদের শাহালম ইমিগ্রেশনে নিয়ে যায়।

police police1 polic

ভিডিও টি বর্তমানের না প্রবাসীদের ধারণা দেওয়ার জন্য দেওয়া হলো

https://youtu.be/0rjN73raRjw



মন্তব্য চালু নেই