মালিতে জাতিসংঘের ৫ শান্তিরক্ষী নিহত

মালিতে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষীদের গাড়িবহরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত ৫ শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬ জন।

রোববার এই হামালা চালানো হয়েছে বলে মালিতে নিয়োজিত জাতিসংঘ মিশন মিনাসমার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মিনাসমার মুখপাত্র রাধিয়া আচুরি রয়টার্সকে হামলার খবর নিশ্চিত করেছেন।

তবে নিহত ও আহতদের সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ফলে জানা যায়নি ওই সব শান্তিরক্ষী কোনো দেশের নাগরিক।

জাতিসংঘের দুই নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, উত্তরের শহর টিমবুকটু ও গাউন্ডাম শহরের মাঝামাঝি এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। রয়টার্স জানিয়েছে, হামলায় আহত হয়েছেন অন্তত ছয় শান্তিরক্ষী।

তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, ২০১৩ সালে মালিতে জাতিসংঘ মিশন যাত্রা করার পর এ নিয়ে ৪৫ জনের বেশি শান্তিকর্মী নিহত হয়েছেন।



মন্তব্য চালু নেই