মার্কিন রণতরীকে হংকংয়ে প্রবেশের অনুমতি দেয়নি চীন

যুক্তরাষ্ট্রের এক বিমানবাহী রণতরী হংকংয়ের বন্দরে প্রবেশের অনুমতি দেয়নি চীন। পেন্টাগনের মুখপাত্র কমোডর বিল আরবানের বরাত দিয়ে সিএনএন শুক্রবার এ তথ্য জানিয়েছে।

বিল আরবান বলেন, ‘ আমরা সম্প্রতি জানতে পেরেছি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জন সি স্টেনিস ও এর সঙ্গী নৌযানগুলোকে হংকংয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বর্তমানে নেতৃত্বদানকারী রণতরী ইউএসএস ব্লু রিজসহ অন্যান্য রণতরীগুলোর হংকংয়ের বন্দরে প্রবেশের আমাদের দীর্ঘদিনের রেকর্ড রয়েছে, আশা করি এটি চলমান থাকবে।’

বিমানবাহী রণতরী ইউএসএস জন সি স্টেনিসকে কেন হংকংয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এ ব্যাপারে চীনা কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয়নি।

এ ব্যাপারে হংকংয়ের নিরাপত্তা ব্যুরো কোনো মন্তব্য করতে রাজী হয়নি।

প্রসঙ্গত, দক্ষিন চীন সাগরের বিতর্কিত জলসীমায় কৃত্তিম দ্বীপ নির্মাণ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানপোড়েন দেখা দিয়েছে। চীন বিতর্কিত ওই জলসীমায় নির্মিত কৃত্তিম দ্বীপে বিমানঘাঁটি স্থাপন করতে যাচ্ছে।



মন্তব্য চালু নেই