মার্কিন কমান্ডারের গোপনে সিরিয়া ভ্রমণ
মার্কিন সর্বোচ্চ কমান্ডার জেনারেল জোসেফ ভটেল গোপনে শনিবার সিরিয়া ভ্রমণ করেছেন। সেখানে তিনি ১১ ঘণ্টা অবস্থান করেন।
বিবিসির খবরে বলা হয়, সিরিয়াতে মার্কিন সামরিক উপদেষ্টা, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের নেতা, কুর্দি নেতা ও আরব বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠক করেন জোসেফ। মার্কিন বাহিনী চায় স্থানীয় শক্তির মাধ্যমেই তথাকথিত ইসলামি স্টেটকে (আইএস) নির্মূল করতে।
ভ্রমণ সম্পর্কে জোসেফ বিবিসিকে জানান, আইএস সরাতে স্থানীয়দের প্রশিক্ষণ দেওয়াটাই হবে সবচেয়ে কার্যকরি।
তিনি বলেন, ‘আমি তাদের সক্ষমতা (স্থানীয় যোদ্ধা) ও আমাদের সাহায্যের সামর্থ সম্পর্কে যথেষ্ট পরিমাণ বিশ্বাস নিয়েই ফিরেছি। আমি মনে করি, সেখানে এ মডেলটা খুব ভালো কাজ করছে।’
সিরীয় ডেমোক্রেটিক ফোর্স প্রায় ২৫ হাজার কুর্দি ও ৫ হাজার আরব যোদ্ধা নিয়ে গঠিত। মার্কিন যুক্তরাষ্ট আশা প্রকাশ করছে তাদের সংখ্যা আরও বাড়বে।
সিরীয় ডেমোক্রেটিক ফোর্সের আরব কমান্ডার কারহামান হোসেন সাংবাদিকদের জানান, তাদের আরও সাহায্য প্রয়োজন।
তিনি জানান, তাদের সাজোয়া যান, মেশিনগান, রকেট লাঞ্চার ও মর্টার প্রচুর পরিমাণে দরকার। সম্প্রতি তাদের অস্ত্র পেতে চোরাচালানি করতে হচ্ছে। সিরিয়াতে প্রায় ২০০ সামরিকর উপদেষ্টা রয়েছে মার্কিন বাহিনীর।
মন্তব্য চালু নেই