মানারাত কলেজে ভোট দিলেন তাবিথ
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল ভোট দিয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টা ৫ মিনিটে তিনি এ ভোট দেন।
গুলশানে-১ নং এ ১৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজে তাবিথ ভোট দেন। তাবিথের সঙ্গে তার স্ত্রী ও বাবা আবদুল আউয়াল মিন্টু ছিলেন।
ভোট দান শেষে তাবিথ আওয়াল সাংবাদিকদের বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তা মেনে নেবে। ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ হলে জনরায় যা-ই হোক না কেন আমি তা মেনে নেব।’
ভোটকেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাবিথ আওয়াল বলেন, ‘এ পর্যন্ত যা শুনেছি, পোলিং এজেন্টরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পেরেছেন। তবে তাদেরকে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হতে পারে বলে আমার আশঙ্কা।’
নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ভোটগ্রহণ শেষ হলে জানাবেন বলে জানান তাবিথ আওয়াল। মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজে ভোট দেওয়ার পর তাবিথ আওয়াল বাড্ডা আলাউদ্দিন হাই স্কুলে ভোটগ্রহণ পরিস্থিতি পরিদর্শন করেন। পর্যায়ক্রমে তিনি উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করবেন।
মন্তব্য চালু নেই